Saturday, October 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৬)

জানি আমি ভুল করেছি
তোমার ভালোবাসা আশা করে
দাওনি তুমি ভালোবাসা
দিয়েছো কেবলি অবহেলা ভরে।।

ভাবিনিতো কোনো দিন এ হৃদয়
লিখবো আমি বেনামে
বেদনাগুলো জমা রবে
কষ্টের নীল খামে
এ হৃদয় গেছে ভেঙে
ভালোবাসা নামের ঝড়ে ।।


বুঝিনিতো  কখনো আমি
সময়ের হিসাব মেলাতে
সপ্নগুলো যাবে ভেঙে
জীবনের শুরু না হতে
জানতে আমি আজ পারলাম
সব হারানোর পরে ।।


       মৌসুমি সেন ।।
 

No comments:

Post a Comment