Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২২)

চলার পথে ছিলেনা যে দিন তুমি
সেদিন ও তো পথ চলেছি
ব্যথার কালিতে হৃদয় কাগজে
সেদিন ও তো কবিতা লিখেছি
তবে কেন ভাবো আ্মাকে অসহায় 
ভাবো কেন নিরুপায় ।।

ফাগুন দেখেছি আমি
দেখেছি শ্রাবণ 
কি করে তবে তুমি
ভাঙবে এ মন
আমি আর হারবোনা 
তোমাকে ডাকবো না
আসবোনা ফিরে তোমার আঙিনায় ।।


আমি সুখেও হেসেছি
দুঃখে ও কেঁদেছি
জীবন হয় যে এমন
তাও জেনেছি
আর কিছু জানবো না
কারো ধার ধারবোনা
বাধবোনা বুক নতুনের আশায় ।।


                  মৌসুমি সেন
                  ৩০/০৪/২০১০
 

No comments:

Post a Comment