Wednesday, October 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৬)

যারে না দেখলে আমার 
একটু সময়ও কাটেনি
কোন অভিশাপে সে আমার
ভাগ্যে যে জোটেনি
বিরহী গানের সুরে
তারে আমি খুঁজে পাই ।।

বসন্ত ফুলের বনে
সৃতি আজ খেলা করে
শিউলি তলায় আজো
শিউলি ফুল যে ঝরে
শুধু আমার প্রিয়া সেথা নাই।।

বৈশাখী ঝড়ের রাতে
তার সৃতি মনে পড়ে
শ্রাবণ ধারার মতো
দু' চোখ অশ্রুতে ভরে
আমি প্রতিটি প্রহরে তাকে খুঁজে বেড়াই ।।


       মৌসুমি সেন ।।
 

No comments:

Post a Comment