Monday, October 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৪)

তুমি সম্পর্ক গড়েছো শুধু 
আমায় নিন্দায় ভরাতে
ভালো বাসনি তবু এসেছিলে
আমায় চোখের জল ঝরাতে ।।

তোমার পাষাণ মনে ছিলোনা রঙ
একবার ও যদি তুমি বলতে 
বেদনার জলে পিছলে যেত না পথ 
কষ্ট হোত না পথ চলতে
কেমন আছি চাওনি তুমি
একবার ও তা জানতে ।।

নিঠুর মন নিয়ে বলো কেনো এলে
সুরের ভেলায় ওগো  ভাসতে
ঠিকানা জানিনা কোথায় যাবো আমি
তোমার ঠিকানা খুঁজতে
ব্যথায় ভরা মন আমার
চাওনি তো একবার ও বুঝতে ।।


              মৌসুমি সেন ।।
 

No comments:

Post a Comment