দেহ থেকে মনটা উড়ে গেলো
বুকটা আমার শুন্য করে দিলো
আমার মাঝে আমি আর নেই
একটাই বন্ধু তুমি আছো হৃদয়েই ।।
দেখেছি প্রথম যেদিন আমি তোমায়
সেই থেকেই হারিয়েছি আমি আমায়
অবহে্লা করে যত রাখো দুরেতেই
জীবনের বারো মাস রবো তোমাতেই।।
তোমাকে ভাবি আমি বন্ধু আমার
এ জীবনের যত আশা সবি তোমার
থাকো না যত তুমি দূরে সরেই
রাখবো তোমাকে এই বুকেতে ধরেই ।।
মৌসুমি সেন।।
২৫/০৪/২০১০
বুকটা আমার শুন্য করে দিলো
আমার মাঝে আমি আর নেই
একটাই বন্ধু তুমি আছো হৃদয়েই ।।
দেখেছি প্রথম যেদিন আমি তোমায়
সেই থেকেই হারিয়েছি আমি আমায়
অবহে্লা করে যত রাখো দুরেতেই
জীবনের বারো মাস রবো তোমাতেই।।
তোমাকে ভাবি আমি বন্ধু আমার
এ জীবনের যত আশা সবি তোমার
থাকো না যত তুমি দূরে সরেই
রাখবো তোমাকে এই বুকেতে ধরেই ।।
মৌসুমি সেন।।
২৫/০৪/২০১০
No comments:
Post a Comment