Tuesday, October 11, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৩)

কদম তলায় কৃষ্ণের বাঁশি
রাধা বলে আসি আসি
বাজায় কৃষ্ণ আপন মনে
ডাকে রাধা রাধা বলে
আসি বলে রাধায় ফাঁকি দিলরে ।।

ছলা কলা করে কৃষ্ণ
কুলো বধুর প্রেমে পড়ে
যমুনায় জল  আনতও রাধা
কলসি খালি করে
বিনে সুতার মালা তারা ছিলোরে ।।

মাথায় কৃষ্ণের ময়ূর পাখা
তাতে রাধার নামটি লেখা
রাধার প্রেমে হইতো বাধা
কুটিলা তার ননদী
কলঙ্কের হার রাধার গলায় জরালোরে ।।

          মৌসুমি সেন ।।
         ০১/০৪/২০০৫

No comments:

Post a Comment