যে প্রেম ভাষা বোঝেনা কষ্টের
সে তো নয় প্রেম নয় ভালোবাসা
তাকে নিয়ে জায়না তো সপ্ন বোনা
যায়না ভাবা তাকে আপন জনা ।।
দেনা পাওনা নিয়ে হিসেবের খাতা
সে তো স্বার্থের খেলা
তাকে নিয়ে কাটেনা কখনো
সপ্ন সুখের বেলা
তাকে নিয়ে যায়না তো আঁকা
জীবনের আলপনা ।।
মন মানেনা যেন কিছুতেই আর
কেঁপে ওঠে হৃদয়
যত ভাবি তাকে নিয়ে
কাটে বিষণ্ণ সময়
সানগ্লাসে চোখ যায় ঢেকে রাখা
যায়না ঢাকা অশ্রু কনা ।।
মৌসুমি সেন ।।
২২/০৩/২০১০
সে তো নয় প্রেম নয় ভালোবাসা
তাকে নিয়ে জায়না তো সপ্ন বোনা
যায়না ভাবা তাকে আপন জনা ।।
দেনা পাওনা নিয়ে হিসেবের খাতা
সে তো স্বার্থের খেলা
তাকে নিয়ে কাটেনা কখনো
সপ্ন সুখের বেলা
তাকে নিয়ে যায়না তো আঁকা
জীবনের আলপনা ।।
মন মানেনা যেন কিছুতেই আর
কেঁপে ওঠে হৃদয়
যত ভাবি তাকে নিয়ে
কাটে বিষণ্ণ সময়
সানগ্লাসে চোখ যায় ঢেকে রাখা
যায়না ঢাকা অশ্রু কনা ।।
মৌসুমি সেন ।।
২২/০৩/২০১০
No comments:
Post a Comment