আমি অল্প নিয়ে থাকবো খুশি
যদি দাও একটু ভালোবাসা
সে টুকু দিও বন্ধু তুমি
করোনা যেন আমায় নিরাশা ।।
তোমারি হাত ধরে বৈশাখী ঝড় রাতে
কাটাবো দুজন পাশা-পাশি একসাথে
ছোট্ট এ চাওয়া আমার মনের
মেটাও আমার এ পিপাসা ।।
তোমারি চোখে চেয়ে সুখের সপ্ন নিয়ে
চলবো দুজন চোখে চোখে তরী বেয়ে
এ টুকু পাওয়া যেন না হারাই
দাওনা আমায় সেই ভরসা ।।
মৌসুমি সেন ।।
যদি দাও একটু ভালোবাসা
সে টুকু দিও বন্ধু তুমি
করোনা যেন আমায় নিরাশা ।।
তোমারি হাত ধরে বৈশাখী ঝড় রাতে
কাটাবো দুজন পাশা-পাশি একসাথে
ছোট্ট এ চাওয়া আমার মনের
মেটাও আমার এ পিপাসা ।।
তোমারি চোখে চেয়ে সুখের সপ্ন নিয়ে
চলবো দুজন চোখে চোখে তরী বেয়ে
এ টুকু পাওয়া যেন না হারাই
দাওনা আমায় সেই ভরসা ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment