বিধি তোমার খেলা বোঝার
সাধ্য আছে কার
মানুষ তো মরে একবার
আমায় মেরেছো বার বার ।।
জন্ম থেকে হাঁসতে আমায়
দাওনি কোন দিন
এ আমার ভাগ্য লিখন
বুঝেছি যেদিন
জানতে চেয়েছি কতবার
কোন কালিতে লিখে ছিলে
তুমি ভাগ্য আমার ।।
কি ছিলো আমার অপরাধ
বুঝিনি সেদিন
প্রতিক্ষণে হেরে যাই
হেসেছি যেদিন
এক জীবনে মরন বিধি
দিলে কেনো আমায়
বলো তুমি শতবার ।।
মৌসুমি সেন ।।
২০/০৪/২০০৫
সাধ্য আছে কার
মানুষ তো মরে একবার
আমায় মেরেছো বার বার ।।
জন্ম থেকে হাঁসতে আমায়
দাওনি কোন দিন
এ আমার ভাগ্য লিখন
বুঝেছি যেদিন
জানতে চেয়েছি কতবার
কোন কালিতে লিখে ছিলে
তুমি ভাগ্য আমার ।।
কি ছিলো আমার অপরাধ
বুঝিনি সেদিন
প্রতিক্ষণে হেরে যাই
হেসেছি যেদিন
এক জীবনে মরন বিধি
দিলে কেনো আমায়
বলো তুমি শতবার ।।
মৌসুমি সেন ।।
২০/০৪/২০০৫
No comments:
Post a Comment