বুকের ভেতরটা ঘুনে পোকায়
দিয়েছে নিঃশেষ করে
চুপিসারে বলছে সবাই
আমি নাকি যাবো মরে
আমার বিশ্বাস থাকবো বেঁচে
মাগো তোমার স্নেহের চাদরে।।
চিকিৎসক যারা বলেদিয়েছেন
নেই তো আমার সময় বাকি
মাগো মাগো বলে তাই তো শুধু
তোমাকে কাছে ডাকি
মধুর হাঁসি মুখেতে টানি
বুকেতে রক্ত ঝরে ।।
আত্মীয় যারা এসে দেখে যায়
অনাত্মীয়রা ও দেয় সান্তনার বানী
তাদের কথায় শুধু ঝরে মাগো
তোমার দুচোখের পানি
নিয়তি ভাগ্য নিয়ে নিদারুন
এ খেলা যে করে ।।
মৌসুমি সেন ।।
১৬/০৬/২০১০
দিয়েছে নিঃশেষ করে
চুপিসারে বলছে সবাই
আমি নাকি যাবো মরে
আমার বিশ্বাস থাকবো বেঁচে
মাগো তোমার স্নেহের চাদরে।।
চিকিৎসক যারা বলেদিয়েছেন
নেই তো আমার সময় বাকি
মাগো মাগো বলে তাই তো শুধু
তোমাকে কাছে ডাকি
মধুর হাঁসি মুখেতে টানি
বুকেতে রক্ত ঝরে ।।
আত্মীয় যারা এসে দেখে যায়
অনাত্মীয়রা ও দেয় সান্তনার বানী
তাদের কথায় শুধু ঝরে মাগো
তোমার দুচোখের পানি
নিয়তি ভাগ্য নিয়ে নিদারুন
এ খেলা যে করে ।।
মৌসুমি সেন ।।
১৬/০৬/২০১০
No comments:
Post a Comment