এ জনমে মিটলোনা আর
ভালোবাসার সাধ
সপ্ন ঘোরে কাটে আমার
জোনাক জলা রাত ।।
ঘুমের মাঝে হেটে চলি
তারার দেশে
সোজা পথ মেলে নাকো
কাঁদি অবশেষে
আলো আর আধারিতে
হাসে দেখো চাঁদ ।।
কত কাল কেটে গেলো
সপ্ন সাঁজাতে
কতো রাত ভোর হলো
সপ্ন মেলাতে
হেঁটে চলি অজানাতে
হাতে রেখে হাত ।।
মৌসুমি সেন ।।
০২/১১/২০০৫
ভালোবাসার সাধ
সপ্ন ঘোরে কাটে আমার
জোনাক জলা রাত ।।
ঘুমের মাঝে হেটে চলি
তারার দেশে
সোজা পথ মেলে নাকো
কাঁদি অবশেষে
আলো আর আধারিতে
হাসে দেখো চাঁদ ।।
কত কাল কেটে গেলো
সপ্ন সাঁজাতে
কতো রাত ভোর হলো
সপ্ন মেলাতে
হেঁটে চলি অজানাতে
হাতে রেখে হাত ।।
মৌসুমি সেন ।।
০২/১১/২০০৫
No comments:
Post a Comment