Wednesday, October 12, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১১)

আমি অজান্তে পা রাখলাম চোরাবালিতে
তখন তোমার চোখে দেখলাম সরলতা
হারিয়ে গেলাম সরলতার পাগলামিতে 
চোরাবালি থেকে তুমি আমায় তুললে
জড়িয়ে নিলে তোমার বিশালতার বুকে ।।


ভুলে যেতে চাইলাম আমি
অতীতের আছে যত গ্লানি
তোমায় নিয়ে নতুন সপ্নে
বিভোর হলাম আমি
বুঝলাম তোমার হৃদয় ও ঢেকে আছে
মরুভুমির পিপাসিত মরুতে ।।


আমি বুঝে নিলাম তোমার সব
বিবেকের তাগিদে চোরাবালিতে
হারাতে আমায় দেখে
পারনি নিজেকে বাঁধতে
কতোটা কষ্ট বুকে লুকিয়ে তুমি
হাঁসি দেখতে চেয়েছ এই মুখে ।।


             মৌসুমি সেন ।।


 

No comments:

Post a Comment