শ্রাবণ রাতের পূর্ণ জলসিক্ত যৌবনা
ওগো মেঘলা আকাশ
তুমি ছড়ালে যে অনুভূতির আভাস
আর মাতাল দুরন্ত বাতাস ।।
তোমার রুপের নেই তো শেষ
তোমার শ্রাবণ ভরিয়ে দিয়েছে
ফুল ফল সৌন্দর্যের হাজারো আবেশ
ঋতু বৈ চিত্রে তুমি দিয়েছো
পূর্ণতার অভিলাস ।।
শাওন তোমার মেঘলা কেশ
হৃদয় পূর্ণ করে দিলো
বন-বনানী তরুলতার সজীবতা
তোমার কারনে দেখো প্রকৃতি আজ
বিলাসী - বিলাস ।।
মৌসুমি সেন ।।
ওগো মেঘলা আকাশ
তুমি ছড়ালে যে অনুভূতির আভাস
আর মাতাল দুরন্ত বাতাস ।।
তোমার রুপের নেই তো শেষ
তোমার শ্রাবণ ভরিয়ে দিয়েছে
ফুল ফল সৌন্দর্যের হাজারো আবেশ
ঋতু বৈ চিত্রে তুমি দিয়েছো
পূর্ণতার অভিলাস ।।
শাওন তোমার মেঘলা কেশ
হৃদয় পূর্ণ করে দিলো
বন-বনানী তরুলতার সজীবতা
তোমার কারনে দেখো প্রকৃতি আজ
বিলাসী - বিলাস ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment