Saturday, October 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২০)

কেমন করে চলবো সে পথ
যে জীবনে তুমি থাকবেনা
কেমন করে কাটাবো জীবন
যে জীবনে তুমি আসবেনা
ভাবতে পারিনা তুমি ছাড়া 
বাজবে আমার হৃদয় বীনা।।

ভোরের বেলা দু'চোখ ভরে
প্রথম দেখি যাকে
তুমি জানো কিনা জানো বন্ধু
আমি দেখি তোমাকে
তুমি থাকো যতো দূরে সরে
করো আমায় ঘৃণা ।।

গভীর রাতে দু'চোখ খুলে
রঙিন সপ্ন আঁকি
তুমি মানো আর না মানো বন্ধু
সপ্ন তোমায় দেখি
তুমি থাকো যত দূর সীমানায়
আমি শুনবো নাতো মানা ।।

            মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment