Monday, October 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৩)

 হৃদয় সেতো ফেরারী আসামি
কেবলি পালিয়ে বেড়ায়
বুকে বিধা জেলখানার সিঁধ
ভেঙে সে পালায় 
কোনো বাধন পারেনা  করতে সেই 
হৃদয় নিয়ন্ত্রন ।।

ফেরারি হৃদয় থাকেনা কভু
কারো কাছে অধীন
বাঁচতে চায় সে পৃথিবীতে
তাইতো স্বাধীন
সে মুক্ত হাওয়া ভালোবেসে
বেঁচে থাকে চিরন্তন ।।

শাসন বেড়ির শিকল ছেঁড়া
মাতাল হৃদয়
মানতে রাজি নয়তো সে 
কোনো পরাজয়
সে মানে শুধু নির্জনতার
ছায়া ঢাকা নিমন্ত্রন ।।


          মৌসুমি সেন ।।

 

No comments:

Post a Comment