তোমারি কারনে পেরেছি আজ
সপ্ন গুলো সাজাতে
তুমি মিশে আছো অনুভবে অস্তিতে
জনমে জনমে আসবো ফিরে
আমরা দুজন পৃথিবীতে ।।
নিঃস্ব হোতে দাওনি তুমি
রেখেছো মনের সীমানায়
শত বেদনায় দাওনি তুমি
কখনো কাঁদতে আমায়
মন প্রান সব দিয়েছি তোমায়
হারিয়েছি হৃদয় তোমাতে ।।
বিশ্ব জুড়ে থাকবে বেঁচে
তোমার আমার বন্ধন
শত সাধনায় জড়ানো রবে
মধুর মধুর স্পন্দন
সুখ দুঃখে থাকবো বেঁচে
হাজার রঙের বাহারি সৃতিতে ।।
মৌসুমি সেন ।।
সপ্ন গুলো সাজাতে
তুমি মিশে আছো অনুভবে অস্তিতে
জনমে জনমে আসবো ফিরে
আমরা দুজন পৃথিবীতে ।।
নিঃস্ব হোতে দাওনি তুমি
রেখেছো মনের সীমানায়
শত বেদনায় দাওনি তুমি
কখনো কাঁদতে আমায়
মন প্রান সব দিয়েছি তোমায়
হারিয়েছি হৃদয় তোমাতে ।।
বিশ্ব জুড়ে থাকবে বেঁচে
তোমার আমার বন্ধন
শত সাধনায় জড়ানো রবে
মধুর মধুর স্পন্দন
সুখ দুঃখে থাকবো বেঁচে
হাজার রঙের বাহারি সৃতিতে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment