Sunday, October 9, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৮)

আমার এ দুটি হাত তুমি
দিয়েছো প্রভু
তোমার প্রার্থনার জন্য
মানুষ রূপে এনে পৃথিবীতে
আমায় করেছো ধন্য
আমি সুন্দর পৃথিবী দেখেছি 
তোমারি কারন ।।

আমার দৃষ্টি দিয়েছো তুমি
দাওনি কেনো দর্শন 
তোমায় ডেকে ডেকে আকুল হই
চোখে ঝরে বর্ষণ
দেখা দাও প্রভু আমার
নয় দৃষ্টি করো হরণ ।।

আমি শুনেছি ওগো প্রভু
তুমি নাকি দয়ার সাগর
তোমায় দেখার সাধ জাগে মনে
তুমি হইওনা পাথর
দেখা দাও প্রভু আমার
তোমাকে করবো বরন ।।

            মৌসুমি সেন ।।
             

No comments:

Post a Comment