Saturday, October 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩১)

আমার বুকের মাঝে ভাঙা খাঁচা
পাখি খাঁচায় রাখা দায়
মনের ভাঙা খাঁচা ছিঁড়ে
পাখি শুন্যে উড়াল দেয় ।।

পাখি ছিল যখন আমার
করতো ডাকাডাকি
মধুর মধুর গান শুনাইতো
করতো মাখামাখি
জানতাম যদি পাখি যাবে উড়ে
শিকল বাধিতাম পায় ।।

পাখি আমার বনে এখন
করে বসবাস
আমার খাঁচায় আসেনা আর
করতে হা হুতাশ
বুঝতাম যদি পাখি যাবে ছেড়ে
খাঁচা বাঁধিতাম সূতায় ।।

           মৌসুমি  সেন।।
                

No comments:

Post a Comment