Tuesday, October 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৮)

রাতের প্রহর শেষে ভোরের পাখি
ঘুম ভাঙাতে করে ডাকা ডাকি
আমি ও তোমার ঘুম ভাঙাতে
তোমার হাতে হাত রাখি ।।


ঘুম জড়া চোখের পাতায় 
ভোরের সূর্য উঁকি দেয়
ভোরের আকাশে দখিনা বাতাসে
সুখের ছোঁয়া মিশে রয় 
দিনের শত ব্যস্ততার হিসাব
থেকে যায় তখনো বাকি ।।

চুমু এঁকে কপালে তোমার
ভোরের সূর্য দয় দেখি
ক্ষণিক অনুভুতিতে প্রেমের ছোঁয়ায়
তোমার চোখেতে চোখ রাখি
দিনের শুরুতে ত্রিপ্ত তার এই রঙ
কাজের ক্লান্তিকে রাখে ঢাকি ।।

             মৌসুমি সেন ।।
             ৩১/০১/২০১০

No comments:

Post a Comment