হাজার রঙেও রাঙাতে পারিনি
তার মনের রঙের পৃথিবীকে
এত দিনে বুঝলাম চিনতে পারিনি
আজো চলার পথের সাথীকে ।।
পাশাপাশি কাটিয়েছি কত যে বছর
হাসি- কান্নায় তার হয়ে দোসর
তবু কেন যেন লাগে মনে ভয়
চেনা মুখ কি করে যে অচেনা হয় ।।
কত রাত জেগে জেগে একা ঘরে
কত প্রীতি ছড়িয়েছি মাতাল ঝড়ে
তবু কেন বারে বারে এই মনে হয়
চেনা মানুষটা অচেনা মনে হয়
দোষ দেই শুধু নিয়তিকে ।।
মৌসুমি সেন ।।
তার মনের রঙের পৃথিবীকে
এত দিনে বুঝলাম চিনতে পারিনি
আজো চলার পথের সাথীকে ।।
পাশাপাশি কাটিয়েছি কত যে বছর
হাসি- কান্নায় তার হয়ে দোসর
তবু কেন যেন লাগে মনে ভয়
চেনা মুখ কি করে যে অচেনা হয় ।।
কত রাত জেগে জেগে একা ঘরে
কত প্রীতি ছড়িয়েছি মাতাল ঝড়ে
তবু কেন বারে বারে এই মনে হয়
চেনা মানুষটা অচেনা মনে হয়
দোষ দেই শুধু নিয়তিকে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment