অন্যায়ের আপসে করেননি যিনি
কারো কাছে মাথা নত
বাবার মতো রয়েছেন তিনি
বাংলার ঘরে ঘরে অবিরত
তার নাম নেই তো কারো অজানা
সেই তো জনতার নেত্রী শেখ হাসিনা ।।
কালো টাকার মালিক হইয়া
দেশের সম্পদ বিদেশ দিয়া
করেননি রাজনীতির সমঝোতা
জানে বাংলার জনতা
সেই তো মুজিব কন্যা
জননেত্রী শেখ হাসিনা ।।
সত্য সুন্দর আদর্শে গড়া
নেই যার কোন জোড়া
হয়নি লালসার রক্ত চোখ
জানে বাংলার লোক
তাইতো বাঙালির কান্না
মুজিব কন্যা শেখ হাসিনা ।।
মৌসুমি সেন ।।
২৮/০৭/২০০৬
No comments:
Post a Comment