Tuesday, October 11, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৪)

বারে বারে ভুল করে 
তোমাকে বিশ্বাস করেছি আমি
তোমাকে বিশ্বাস করে করে
কেবলি নিঃশেষ  হয়েছি ।।

ভালোবাসা নাম করে 
প্রতারনা করে গেছো তুমি
তোমারি প্রেমে পড়ে
হারানোর জ্বালা নিয়ে জ্বলছি আমি ।।

মিথ্যে ছিলো তোমার ভালোবাসা
বুঝতে আমি পারিনি
দিয়েছিলে  শুধু জ্বালা
যে জ্বালার দাবানলে জলছো তুমি ।।


                    মৌসুমি সেন ।।
                 ১৭/০৪/২০০৫

No comments:

Post a Comment