মুখো মুখি বসে আছি
ট্রেনের এক কামড়ায়
অচেনা অজানা ছিলে তুমি
তবু যেন তোমার ঐ দুটি চোখ
বলে কিছু ইশারায়
অবুঝ মন হারিয়ে জায়
অচীন কোণো থিকানায়।।
হটাথ করেই দরজার কামরায়
কড়া নাড়ার আওয়াজ
দুজনার দৃষ্টি জানালা ভেদ করে
সুদুর পাড়ের সবুজ প্রকৃতিতে
বেয়ারার হাতে দুটি চায়ের পেয়ালা
হাত বাড়িয়ে তা নিলাম
ভিরু ভিরু ঠোঁটের কম্পনে
চুমুক দিলাম সে পেয়ালায় ।।
সময় যেন ছুটে চলেছে তাড়াতাড়ি
তুমি আর আমিও দুজন
চোখেচোখে পলকহীন ভাবে
একে অপরকে দেখা
মাইক্রোফোনে বেজে ওঠে সামনে ষ্টেশন
মন ভরে ওঠে বিষাদে
সুখের সময় কখন যে ফুরিয়ে যায়
কেমনে দুজন নেবো বিদায় ।।
মৌসুমি সেন ।।
ট্রেনের এক কামড়ায়
অচেনা অজানা ছিলে তুমি
তবু যেন তোমার ঐ দুটি চোখ
বলে কিছু ইশারায়
অবুঝ মন হারিয়ে জায়
অচীন কোণো থিকানায়।।
হটাথ করেই দরজার কামরায়
কড়া নাড়ার আওয়াজ
দুজনার দৃষ্টি জানালা ভেদ করে
সুদুর পাড়ের সবুজ প্রকৃতিতে
বেয়ারার হাতে দুটি চায়ের পেয়ালা
হাত বাড়িয়ে তা নিলাম
ভিরু ভিরু ঠোঁটের কম্পনে
চুমুক দিলাম সে পেয়ালায় ।।
সময় যেন ছুটে চলেছে তাড়াতাড়ি
তুমি আর আমিও দুজন
চোখেচোখে পলকহীন ভাবে
একে অপরকে দেখা
মাইক্রোফোনে বেজে ওঠে সামনে ষ্টেশন
মন ভরে ওঠে বিষাদে
সুখের সময় কখন যে ফুরিয়ে যায়
কেমনে দুজন নেবো বিদায় ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment