Wednesday, October 19, 2011

আমায় বিশ্বাস করতে বলোনা
হৃদয় পোড়ে একবারই প্রেমের আগুনে
তাই যদি সত্যি হোত ঋতু বদল হতনা
ফুটতোনা ফুল প্রতিটি ফাগুনে ।।

হয়তো সবার জীবনের বসন্ত
হয়না বর্ণীল
তাই বলে আকাশ কি 
ছড়ায় না নীল
শুন্যতা করতে পুরন 
ছুটে যে কারন মানুশ
সুখের পেছনে ।।

হারানো সৃতি বেদনায়
কষ্টে হৃদয় অসান্ত
এই ভেবে মনেরি
আকাশ হয় ক্লান্ত
পূর্ণতায় ভরেনা জীবন তবুও চলা
বাঁচার কারনে ।।

            মৌসুমি সেন ।।
           ১৮/০৬/২০০৯

No comments:

Post a Comment