Thursday, October 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৮)

কোকিলের থেকে সুর চুরিয়ে
আমার ছন্দে গাইলে যখন গান
অনেক দিনের মরচেপড়া বীণার তারের
ভাঙল অভিমান ।।

আমার চাওয়ার বিলাস 
তোমার মাঝে পেলো পূর্ণতা
মুছিয়ে দিলো আমার যত
না পাওয়ার শুন্যতা
তাই দুঃখ ভুলে শুনি শুধু আজ
পাখির কলতান ।।


আমার রক্ত জবা ঠোঁটে
দিলে সোহাগ ভরে 
মধু মন্ত্র পেয়ে গেলাম সুখের নেশায়
তুমি দিলে মাতাল করে
তুমি দিলে তাই পেলাম জীবন
শীতল হোলো প্রান ।।
             
            মৌসুমি সেন ।।

 

No comments:

Post a Comment