করবেনা ক্ষমা কখনো আমায়
বলেছো তুমি স্বজন
বিধাতার শপথ নিয়েই তুমি
করেছো এই হৃদয়ে রক্ত ক্ষরণ ।।
একটাই দোষ ছিলো আমার
তোমাকে হারাতে চাইনি
তাই ছোট্ট একটি মিথ্যে বলেছি
ক্ষমা আমি তার পাইনি
সুখের আশাতে নয় তোমাকে হারানোর ভয়
নিয়েছে মিথ্যের আশ্রয় মন ।।
ভুল ছিলো শুরুতেই আমার
তোমায় বুঝতে পারিনি
তাই কষ্ট কালিতে লিখে জাই আমি
ভালোবাসা আজো মরেনি
দাওনা যত ব্যথার জল দুচোখে কাজল
এ হৃদয় তোমাকেই ভাবে আপন ।।
মৌসুমি সেন
১৫/০৩/২০১০
বলেছো তুমি স্বজন
বিধাতার শপথ নিয়েই তুমি
করেছো এই হৃদয়ে রক্ত ক্ষরণ ।।
একটাই দোষ ছিলো আমার
তোমাকে হারাতে চাইনি
তাই ছোট্ট একটি মিথ্যে বলেছি
ক্ষমা আমি তার পাইনি
সুখের আশাতে নয় তোমাকে হারানোর ভয়
নিয়েছে মিথ্যের আশ্রয় মন ।।
ভুল ছিলো শুরুতেই আমার
তোমায় বুঝতে পারিনি
তাই কষ্ট কালিতে লিখে জাই আমি
ভালোবাসা আজো মরেনি
দাওনা যত ব্যথার জল দুচোখে কাজল
এ হৃদয় তোমাকেই ভাবে আপন ।।
মৌসুমি সেন
১৫/০৩/২০১০
No comments:
Post a Comment