এখনো তেমনি আছে
সাজানো গীটার
পড়ার টেবিল তার
সামনে চেয়ার
ঈয়ন নেই ঈয়ন নেই
তাই আমার পৃথিবী আঁধার ।।
বিছানায় পরে থাকা বালিশ গুলো
করেনা এখন কেউ এলোমেলো
জ্বলছে নীল বাতি সেই মনিটর
ঈয়নের অতি প্রিয় কম্পিউটার।।
ক্রিকেটের ব্যাট বল সবই পড়ে আছে
মোবাইল ফোনটা বাজে সৃতির মাঝে
ঈয়ন কে হাড়িয়ে আমি করি হাহাকার
নয়নে অশ্রু ঝরে শ্রাবণ আষাঢ় ।।
মৌসুমি সেন ।।
৭/৬/২০১০
সাজানো গীটার
পড়ার টেবিল তার
সামনে চেয়ার
ঈয়ন নেই ঈয়ন নেই
তাই আমার পৃথিবী আঁধার ।।
বিছানায় পরে থাকা বালিশ গুলো
করেনা এখন কেউ এলোমেলো
জ্বলছে নীল বাতি সেই মনিটর
ঈয়নের অতি প্রিয় কম্পিউটার।।
ক্রিকেটের ব্যাট বল সবই পড়ে আছে
মোবাইল ফোনটা বাজে সৃতির মাঝে
ঈয়ন কে হাড়িয়ে আমি করি হাহাকার
নয়নে অশ্রু ঝরে শ্রাবণ আষাঢ় ।।
মৌসুমি সেন ।।
৭/৬/২০১০
No comments:
Post a Comment