হাজার বছর ধরে
তোমায় আপন করে
বাঁচতে আমার বড়ো সাধ হয়
তোমায় আপন করে থাকি দূরে সরে
সে তোমায় হারানোর ভয়
তুমি হীন জীবন মরুর মতন
সে জীবন জীবন তো নয় ।।
বন্ধু ভাবি তোমায় শত্রু ও ভাবি
ভালোবাসাও করি তোমার কাছে দাবি
হৃদয়ে জমানো সুখের হিমালয়
সবটুকু দেবো যে তোমায় ।।
কাছে ডাকি তোমায় দুরেও থাকি
জীবনের চাওয়া সব রয়েছে বাকি
আসে আসুক ঝড় আসুক প্রলয়
মানবোনা কিছুতেই পরাজয় ।।
মৌসুমি সেন।।
তোমায় আপন করে
বাঁচতে আমার বড়ো সাধ হয়
তোমায় আপন করে থাকি দূরে সরে
সে তোমায় হারানোর ভয়
তুমি হীন জীবন মরুর মতন
সে জীবন জীবন তো নয় ।।
বন্ধু ভাবি তোমায় শত্রু ও ভাবি
ভালোবাসাও করি তোমার কাছে দাবি
হৃদয়ে জমানো সুখের হিমালয়
সবটুকু দেবো যে তোমায় ।।
কাছে ডাকি তোমায় দুরেও থাকি
জীবনের চাওয়া সব রয়েছে বাকি
আসে আসুক ঝড় আসুক প্রলয়
মানবোনা কিছুতেই পরাজয় ।।
মৌসুমি সেন।।
No comments:
Post a Comment