Tuesday, October 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৯৯)

কখনো যদি নিজেকে ভাবো একা
লাগে অসহায়
আমি আছি জেনে রেখো
তোমার শুভ কামনায়
তুমি দ্বিধা হীন চলে এসো 
তোমার চেনা ঠিকানায় ।।

তোমারি আছি আমি
তোমারি থাকবো চিরদিন
শোধ দিতে পারবোনা আমি
তোমার ভালোবাসার ঋণ
আজো আমি আছি একা 
তোমার আসার অপেক্ষায় ।।

আমার এ জীবন তো 
তোমাকেই করেছি সমর্পণ
তোমার ছোঁয়াতেই
আমার যা কিছু অর্জন
আমি কিছুতেই পারবোনাকো মানতে
তোমাকে হারানোর পরাজয় ।।

            মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment