Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২৬)


যদি একটু খানি ভালোবাসা
তুমি আমায় দাও
সাগর সম বাসবো ভালো
যদি তুমি চাও ।।

ভালোবাসা নয়তো খেলা
নয় সাজানো ফুল
খেলা ভেবে করো না কো
নতুন কোনো ভুল
জীবন মরন থাকবো তোমার
আপন করে নাও ।।

জোছনা রাতে খেলবো দুজন
লুকোচুরি খেলা
আমায় তুমি করোনাকো
কভু অবহেলা
প্রেমের মালায় জড়িয়ে আমার
সুরে সুর মেলায় ।।

       ০২/১২।২০০৫

1 comment:

  1. আঘাত থাকে বলেই
    আঘাত থাকে বলেই দেখেছি আমি
    নাভীমূলে-নাভীর নিচে উত্তাপ বসবাস করে।
    দেখেছি আমি ঝিনুকের ভেজা তাজা নরম শরীর
    গুল্মে কৃষ্ণ গহবর আফ্রিকা মহাদেশ।
    একা আমি দেখেছি নগ্ন ভেজা নরম ঝিনুকের ফুলকা
    কৃষ্ণ বৃক্ষের শিকড়ের ফলক ঢেকে আছে;
    উষ্ণ ঝর্ণার সোপান ফলবান সংযোগ
    ভেজা তাজা নরম মাংসের সানু মহাদেশ।
    নগ্ন নদী ভরাট দুখানা চুড়া;
    মৃৎ শিল্পের ফুলকার শিকড়ে অাঁশটে সংগ্রমন,
    দারুচিনি বৃক্ষের ছাল মনে হয় বোতাম খোলা ব্লাউজ;
    নিলাভরা কালো কায়া আঁখির ভেজা পাপড়ি,
    অভিযোজন অনুগামী বহুদুর দরগামী।
    মাটিতে মিশে নরম শরীরের তরতাজা ভাঁজ
    আষাড়ের কালো রাত খোলা খোলা দ্বার
    বুকে মুখ রাখতেই ভিজে যায় গুল্মময় কর্দম,
    আঁচলের নিচে দুটি জোছনা মেঘ গুড়গুড় রাত
    ক্ষেতের আড়ালে দেয়াল ভেজা জরদ কাম।

    ReplyDelete