তুমি যত কর ঘৃণা আমায়
হৃদয় আমার তত ছন্দ আনে
যত কর বদনাম আমার
হৃদয় তত আমার সুর টানে
তোমারি কারনে রইবো বেঁচে
মরনের পরেও গানে গানে ।।
দূরে যেতে চাইলেই
দাওনা দূরে যেতে
বিরহী বাতাস বইছে
সে বাতাস আমার মনের কোনে
সুর ছন্দ তুলছে
যত ঘৃণা কর তুমি
থাকবে তবুও এই মনের কোনে ।।
ভুলে যেতে চাইলেও
ভুলতে দাওনা তুমি
বাঁচিয়ে রাখো ঘৃণার সাগরে
সে কথা জানে আকাশ বাতাস
জানে সাগর পাহাড়ে
তুমি ঘৃণা করো বলেই ভাসবো
আমি প্রেমের বানে ।।
মৌসুমি সেন ।।
হৃদয় আমার তত ছন্দ আনে
যত কর বদনাম আমার
হৃদয় তত আমার সুর টানে
তোমারি কারনে রইবো বেঁচে
মরনের পরেও গানে গানে ।।
দূরে যেতে চাইলেই
দাওনা দূরে যেতে
বিরহী বাতাস বইছে
সে বাতাস আমার মনের কোনে
সুর ছন্দ তুলছে
যত ঘৃণা কর তুমি
থাকবে তবুও এই মনের কোনে ।।
ভুলে যেতে চাইলেও
ভুলতে দাওনা তুমি
বাঁচিয়ে রাখো ঘৃণার সাগরে
সে কথা জানে আকাশ বাতাস
জানে সাগর পাহাড়ে
তুমি ঘৃণা করো বলেই ভাসবো
আমি প্রেমের বানে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment