Saturday, October 15, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৬)

ঐ রাতের সাথী দেখো চাঁদ
তারাদের বসেছে মেলা
মেঘদের ধারে নাকো ধার
জোনাকিরা করছে খেলা ।।

বাতাস  এসে বলে গেলো 
মেঘেরা ছোটে এলোমেলো
 জোছনা উঁকি দিয়ে যায়
প্রিয়ার চোখ ছলোছলো ।।

আকাশ নীল নিয়ে এলো
জোছনা আরো সুধা ঢালও
সেজেছে প্রিয়া দেখো আজ
নতুন বধুর সাজ ।।

            মৌসুমি ।।
         ২১/১২/২০০৫


 

No comments:

Post a Comment