এভাবে কি বাঁচা যায়
তোমার সৃতির আঙিনায়
বারে বারে আমি সব কিছুতেই
পাই খুঁজে তোমায় ।।
সবাই বলে তুমি নাকি
ভালো আছো তোমার পৃথিবীতে
তবু মন আমার মানেনা মানা
দিন যায় কাঁদিতে কাঁদিতে
তোমায় ছাড়া পারিনা ভাসতে
দুঃখ সুখের ভেলায় ।।
ভাবতে পারিনা তুমি নেই
আজ আর আমার জীবনেতে
তোমায় ছাড়া ব্যর্থ জীবন
হারাতে চাই তাই মরনেতে
মনটা আমার করতে পাষাণ
কষ্টে বুক ফেটে যায় ।।
মৌসুমি সেন ।।
৯/৬/২০১০
তোমার সৃতির আঙিনায়
বারে বারে আমি সব কিছুতেই
পাই খুঁজে তোমায় ।।
সবাই বলে তুমি নাকি
ভালো আছো তোমার পৃথিবীতে
তবু মন আমার মানেনা মানা
দিন যায় কাঁদিতে কাঁদিতে
তোমায় ছাড়া পারিনা ভাসতে
দুঃখ সুখের ভেলায় ।।
ভাবতে পারিনা তুমি নেই
আজ আর আমার জীবনেতে
তোমায় ছাড়া ব্যর্থ জীবন
হারাতে চাই তাই মরনেতে
মনটা আমার করতে পাষাণ
কষ্টে বুক ফেটে যায় ।।
মৌসুমি সেন ।।
৯/৬/২০১০
No comments:
Post a Comment