Wednesday, October 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২৯)

কতো সহজেই যে পর হওয়া যায়
তুমি তা বুঝিয়ে দিলে
মন থেকে পারিনা ভুলতে
আজো তুমি আছো
যেমন ছিলে ।।

ভালোবাসা আসে জীবনে
অনেক সাধনায়
শত আনন্দ বিরহ জ্বালায়
আমার কি ভুল ছিল
বলে তো গেলেনা
কি কারনে নিজেকে লুকিয়ে নিলে ।।

অভিমানে ঝরালে যে জল
নীরব কান্নায়
ভাসিয়ে নিজেকে ব্যথার বন্যায়
শুনেও গেলেনা তুমি
শেষ অনুরোধ
কি কারনে আমায় দূরে সরালে ।।

               মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment