ফুল বাগানে এসে তুমি
ভুল করেছো নিজে
মন বাগানে আসো যদি
নেবো তোমায় খুঁজে ।।
মন বাগানের শাখায় শাখায়
ফুটবে প্রেমের ফুল
সেই ফুলের কাঁটার জ্বালায়
খুঁজবে তোমার কুল
থাকো হৃদয় মাঝে ।।
সেই আসনের পূজার থালার
প্রথম ফুলটি তুমি
চাষ অভাবে কাঁদছে আমার
মনের জায়গা জমি
মন বসেনা কাজে ।।
মৌসুমি সেন ।।
ভুল করেছো নিজে
মন বাগানে আসো যদি
নেবো তোমায় খুঁজে ।।
মন বাগানের শাখায় শাখায়
ফুটবে প্রেমের ফুল
সেই ফুলের কাঁটার জ্বালায়
খুঁজবে তোমার কুল
থাকো হৃদয় মাঝে ।।
সেই আসনের পূজার থালার
প্রথম ফুলটি তুমি
চাষ অভাবে কাঁদছে আমার
মনের জায়গা জমি
মন বসেনা কাজে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment