আমি সবুজের শাড়িতে জড়িয়ে নিজেকে
কপালে পড়েছি লাল টিপ
তুমি আসবে ফিরে ভেবে
আঁধারে জ্বালিয়ে রেখেছি দ্বীপ ।।
ফুলে ফুলে সাজানো ঘর
আজো রয়েছে সাজানো
সেই যে গুলির শব্দে বেড়িয়ে গেলে
ফিরে আসনি তো এখনো
আমি প্রতিদিন সাঁঝে তোমায় ভেবে
জ্বেলে রাখি মঙ্গল দ্বীপ ।।
দিনে দিনে গিয়েছে পেরিয়ে
কতো যুগ কতো যে বছর
হয়নি তোমার ফেরা হলো না তাই
আমার জীবনের বাসর
জানি ফিরবেনা আর কখনো তুমি
নিভে গেলো আমার সুখের প্রদীপ ।।
মৌসুমি সেন ।।
কপালে পড়েছি লাল টিপ
তুমি আসবে ফিরে ভেবে
আঁধারে জ্বালিয়ে রেখেছি দ্বীপ ।।
ফুলে ফুলে সাজানো ঘর
আজো রয়েছে সাজানো
সেই যে গুলির শব্দে বেড়িয়ে গেলে
ফিরে আসনি তো এখনো
আমি প্রতিদিন সাঁঝে তোমায় ভেবে
জ্বেলে রাখি মঙ্গল দ্বীপ ।।
দিনে দিনে গিয়েছে পেরিয়ে
কতো যুগ কতো যে বছর
হয়নি তোমার ফেরা হলো না তাই
আমার জীবনের বাসর
জানি ফিরবেনা আর কখনো তুমি
নিভে গেলো আমার সুখের প্রদীপ ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment