আমার কলসি ভেঙে দিলি কেন
আমি ফিরবো কেমনে
আমার শাড়ির আঁচল ছেঁড়ে দে রে
তোর গামছা নিয়ে নে ।।
কলসি ছিল জলে ভরা
আমি জল ফেলে দিয়েছি ত্বরা
তোর বাঁশির সুরে দিয়ে সারা
হয়েছি আমি আত্মহারা
তোর পায়ে পড়িরে
আমার ঘোমটা খুলিস নে।।
লাজের মাথা খেয়ে আমি
তোর বাঁশির সুরে পথে নামি
করে পাড়া- পড়শি কানা কানি
আমার ঝরে চোখের পানি
তুই ডাকিস নে আমারে
আমি মরি পরানে ।।
মৌসুমি সেন।।
০৫/০৫/২০০৫
আমি ফিরবো কেমনে
আমার শাড়ির আঁচল ছেঁড়ে দে রে
তোর গামছা নিয়ে নে ।।
কলসি ছিল জলে ভরা
আমি জল ফেলে দিয়েছি ত্বরা
তোর বাঁশির সুরে দিয়ে সারা
হয়েছি আমি আত্মহারা
তোর পায়ে পড়িরে
আমার ঘোমটা খুলিস নে।।
লাজের মাথা খেয়ে আমি
তোর বাঁশির সুরে পথে নামি
করে পাড়া- পড়শি কানা কানি
আমার ঝরে চোখের পানি
তুই ডাকিস নে আমারে
আমি মরি পরানে ।।
মৌসুমি সেন।।
০৫/০৫/২০০৫
No comments:
Post a Comment