তুমি ও শিল্পী গানে গানে
আমিও শিল্পী কথায়
সেও শিল্পি সুরে সুরে
অভিমানি ছন্দ ভাষায় ।।
ফোটা ফুল ঝরা ফুল
সব নিয়ে ছন্দ
তাকে নিয়ে প্রতিক্ষণ হয়
কেবলি সুরের দ্বন্দ
দক্ষিণের জানালা খুলেই শুনি
ছন্দ সুরে যে হারায় ।।
যত আশা ভালোবাসা
সবি তোমার জন্য
ছন্দ সুরে গেয়ে যাও তুমি
হয়ে একা অনন্য
তৃপ্তির নেশায় আগামীর আশায়
মন আমার ছুটে যায় ।।
মৌসুমি সেন ।।
আমিও শিল্পী কথায়
সেও শিল্পি সুরে সুরে
অভিমানি ছন্দ ভাষায় ।।
ফোটা ফুল ঝরা ফুল
সব নিয়ে ছন্দ
তাকে নিয়ে প্রতিক্ষণ হয়
কেবলি সুরের দ্বন্দ
দক্ষিণের জানালা খুলেই শুনি
ছন্দ সুরে যে হারায় ।।
যত আশা ভালোবাসা
সবি তোমার জন্য
ছন্দ সুরে গেয়ে যাও তুমি
হয়ে একা অনন্য
তৃপ্তির নেশায় আগামীর আশায়
মন আমার ছুটে যায় ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment