Sunday, October 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৩)

আমি চোখের সাগরের গভীরতা মাপতে
দুটি ঝিনুক খুঁজে নিলাম
তাতে মুক্ত আছে কিনা জানিনা
তবু ঝিনুক চোখে ধরে রাখলাম ।।

মনের কথা যায়না যখন
মুখের ভাষায় বলা
চোখের তারা অখন দৃষ্টি বিনিময়ে
করে ছলাকলা
আমি  দুটি চোখের ঝিনুকে
মুক্ত খুঁজে দেখলাম ।।

সাপের মনি পাবার আশায়
সাপুড়ে ছোটে যে বন
চোখের মনির দৃষ্টি দিয়ে
করে ছলাকলা
আমি দুটি চোখের মনিকে
মুক্ত ভেবে নিলাম ।।

            মৌসুমি সেন
               ১৭/০৮/২০০৭

No comments:

Post a Comment