Wednesday, October 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩০)


ওগো অভিমানিনী
অনুযোগে ভরা ছিলো তোমার ঐ মুখ
দুরু দুরু কেঁপেছিল আমার এই বুক
সুরে সুরে মিশেছিল যত আবেদন
প্রিয়তমা প্রেয়সী তুমি প্রিয়জন ।।

কি কারনে ভুল বুঝে
কষ্ট পেয়েছো নিজে
সে কারন আজো আমি
পাইনি খুঁজে
তোমাকে ভেবে ভেবে কেঁদে ওঠে মন
তোমাকে আমার বড় প্রয়োজন ।।

যে শফথ নিয়ে আমি
ভুলে আছি সুর
সে শফথ ভেঙে তুমি
চলে গেছো দূর
নতুন করে যদি গাই আমি গান
তোমার জন্য আজো সে আয়োজন ।।

              মৌসুমি সেন ।।
 
 
 

No comments:

Post a Comment