তোমাকে ছেড়ে আমি চলে যাবো দূরে
পিছু ডাকলেও আর ফেরাতে পারবেনা
তাই ডেকনা আমায় তুমি
চেনা সেই নামটি ধরে ।।
ঝড়ে যাওয়া ফুল দিয়ে
সাজাতে চেয়েছি সজ্জা
সাজাতে পারিনি আমি
লুকাবো কোথায় সেই লজ্জা
তোমাকে ছেড়ে চলে যাবো
ভাবতেই দুচোখ জলে ভরে ।।
আজ মন কাঁদে বিরহে
কেমনে ছিঁড়বো বাঁধন
কি করে বাঁধবো মন
তোমাকে ছাড়া ও প্রিয়জন
চলছি একা পথে আমি
তোমাকে ছাড়া বলো কি করে ।।
মৌসুমি সেন ।।
৩১/০৩/২০১০
পিছু ডাকলেও আর ফেরাতে পারবেনা
তাই ডেকনা আমায় তুমি
চেনা সেই নামটি ধরে ।।
ঝড়ে যাওয়া ফুল দিয়ে
সাজাতে চেয়েছি সজ্জা
সাজাতে পারিনি আমি
লুকাবো কোথায় সেই লজ্জা
তোমাকে ছেড়ে চলে যাবো
ভাবতেই দুচোখ জলে ভরে ।।
আজ মন কাঁদে বিরহে
কেমনে ছিঁড়বো বাঁধন
কি করে বাঁধবো মন
তোমাকে ছাড়া ও প্রিয়জন
চলছি একা পথে আমি
তোমাকে ছাড়া বলো কি করে ।।
মৌসুমি সেন ।।
৩১/০৩/২০১০
No comments:
Post a Comment