Thursday, October 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০৭)


ভালোবাসা যদি সাদা কাগজ হয়
জীবন কেণো এতো রঙ বদলায়
বেলা অবেলায় ।।

সাগরের ঢেউ যদি 
মনকে ছুঁয়ে যায়
চোখের জলকে কেনো ভাবো
জীবনের পরাজয়
জবাব পাইনা আমি কিছু তার
ভাবি বসে একা নিরালায় ।।

শাওনের ধারা যদি
নূপুরের ঝংকার হয়
চোখের জলের ধারা কেনো তবে
প্রেমের অংকার নয়
কেনো হয় বেদনার অশ্রুজল
কলঙ্কের কালিময় ।।

      মৌসুমি সেন ।।

      

No comments:

Post a Comment