জীবনের শুরুতেই হোলনা কেনো
তোমার আমারপরিচয়
হৃদয়ের এই গোপন ঠিকানায়
পাইনি কেনো খুঁজে তোমায় ।।
তোমার হৃদয়ের পদ্ম পুকুরে
হোলনা সাঁতার কাটা
আমার হৃদয় নদীতে কেবলই
জোয়ার বীহিন ভাটা
এলেনা বসন্তে মন রাঙাতে
এলে জীবনের অবেলায় ।।
তোমার জীবনের ছন্দ গানেতে
হলোনা আমার ঠাই
জনম জনম তবুও দুজন
এক সুরেতে গাই
দিলেনা প্রেম দিলেনা জ্বালা
জড়ালে না মোহ মায়ায় ।।
তোমার আমারপরিচয়
হৃদয়ের এই গোপন ঠিকানায়
পাইনি কেনো খুঁজে তোমায় ।।
তোমার হৃদয়ের পদ্ম পুকুরে
হোলনা সাঁতার কাটা
আমার হৃদয় নদীতে কেবলই
জোয়ার বীহিন ভাটা
এলেনা বসন্তে মন রাঙাতে
এলে জীবনের অবেলায় ।।
তোমার জীবনের ছন্দ গানেতে
হলোনা আমার ঠাই
জনম জনম তবুও দুজন
এক সুরেতে গাই
দিলেনা প্রেম দিলেনা জ্বালা
জড়ালে না মোহ মায়ায় ।।
No comments:
Post a Comment