যদি না আসো কাছে
তবে জানবে তুমি
ভালবেসে মরে যাবার সুখ
পেয়ে গেছি আমি ।।
কালবোশেখির ঝড় বলেছে
আমি ভাঙার গান নিয়ে আসি
তুমিও বলেছো দৃষ্টি বদলে আমি
নতুন সপ্নে ভাসি
তুমি বোঝনা কেনো তুমি ছাড়া
ভাবতে পারিনা আমি সুন্দর আগামি ।।
তোমাকে অকৃপণ ভালোবেসেই
প্রথম শ্রাবণ জলে ভেসেছি
তোমার বুকে সাঁতার কেটে তাই
ভালোবাসার স্বাদ নিয়েছি
তুমি জাননা কি জানো না তোমাকে ছাড়া
জমেনা আমার ভালোবাসার পাগলামি ।।
মৌসুমি সেন
১৪/০৩।২০১০
তবে জানবে তুমি
ভালবেসে মরে যাবার সুখ
পেয়ে গেছি আমি ।।
কালবোশেখির ঝড় বলেছে
আমি ভাঙার গান নিয়ে আসি
তুমিও বলেছো দৃষ্টি বদলে আমি
নতুন সপ্নে ভাসি
তুমি বোঝনা কেনো তুমি ছাড়া
ভাবতে পারিনা আমি সুন্দর আগামি ।।
তোমাকে অকৃপণ ভালোবেসেই
প্রথম শ্রাবণ জলে ভেসেছি
তোমার বুকে সাঁতার কেটে তাই
ভালোবাসার স্বাদ নিয়েছি
তুমি জাননা কি জানো না তোমাকে ছাড়া
জমেনা আমার ভালোবাসার পাগলামি ।।
মৌসুমি সেন
১৪/০৩।২০১০
No comments:
Post a Comment