Thursday, September 29, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৭)

চলোনা চলোনা দুজনে মিলে
অজানা পথে পা বাড়াই
করোনা করোনা তুমি পাগলামি
সে পথের সীমানা তো নাই
হংস মিথুন হয়ে দুজনে চলো
সপ্নের পৃথিবী ঘুরে বেড়াই ।।

তোমায় নিয়ে সুখের ঠিকানায়
অমর কাহিনী রচিবো
মরুর দেশে তোমার জন্য 
সপ্নের ফুল ফোটাবো
আত্মার সাথে আত্মীয় করে
চলো অন্তবীহিন পথে হারাই ।।

সাজাবো আমি প্রেমের রংমহল
মনের মণিকোঠায়
সেখানে বসে অগোচরে দুজন
একান্তে কাটাবো সময়
শ্রাবণের জলে ভিজে দুজন
এসো মধুমিলনের রাত কাটাই ।।

         মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment