Saturday, October 15, 2011

আমি সংগীতের ভুবনে এসেছি
সংগীতকে ভালোবেসে
কত অবহেলা পেয়েছি
তবু পথ চলেছি হেঁসে
আমি লিখতে শিখেছি
চোখের জলেতে ভেসে ।।

বুকে চেপে রেখেছি
তোমাদের   উপহাসের ডালি
বেদনার বাগানে ফুটেছিলও ফুল
সেখানেও তোমরা ছড়ালে কালি
এই লজ্জা লুকেয়েছি মাথার কেশে।।


যত কালি মেখেছি 
তোমাদের অবহেলার দারে
যাতনার আগুনে পুড়ে মরেছি
হাহাকার করেছি গানের আসরে
হেরে যেতে শিখিনি হিংসার রেশে ।।


                   মৌসুমি সেন ।।


No comments:

Post a Comment