যে আলোয় জ্বলছে পৃথিবী
তার আলোটুকু তুমি দেখেছো
যে সুখের করছো দাবি
তার হাঁসি টুকু তুমি মেনেছো
দেখোনি কখনো প্রদিপের পোড়া মন
দেখোনি আলোর আড়ালে ব্যথার আভরন ।।
সুখের মরিচিকা মহলে
ভ্রমন তুমি করেছো
দেখেছো কি সেখানে বিরহের কান্না
জানতে কি কখনো চেয়েছো
বিশ্বাসের চোখে অবিশ্বাস রেখে
যাতনার গান শোন যে কারন ।।
তেমনি ব্যবধানে তুমিও
বদলে গিয়েছো যে কখন
জানতেও চাওনি একবার ও তুমি
কেমনে আমার দিন কাটে এখন
নিঃশ্বাসের মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে
বেদনার সুর সাধতেও করেছো বারন ।।
মৌসুমি সেন ।।
তার আলোটুকু তুমি দেখেছো
যে সুখের করছো দাবি
তার হাঁসি টুকু তুমি মেনেছো
দেখোনি কখনো প্রদিপের পোড়া মন
দেখোনি আলোর আড়ালে ব্যথার আভরন ।।
সুখের মরিচিকা মহলে
ভ্রমন তুমি করেছো
দেখেছো কি সেখানে বিরহের কান্না
জানতে কি কখনো চেয়েছো
বিশ্বাসের চোখে অবিশ্বাস রেখে
যাতনার গান শোন যে কারন ।।
তেমনি ব্যবধানে তুমিও
বদলে গিয়েছো যে কখন
জানতেও চাওনি একবার ও তুমি
কেমনে আমার দিন কাটে এখন
নিঃশ্বাসের মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে
বেদনার সুর সাধতেও করেছো বারন ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment