মনে যদি পড়ে তোমার আমাকে
চলার পথে দাঁড়িয়ে থেকো
তোমার চলার মাঝে আছে
আমার জীবনের ঠিকানা
সৃতির ডায়রি খুলে দেখো ।।
কখনো যদি আমায় জানতে চাও
সবুজ মাঠকে দেখো
কখনো যদি আমায় দেখতে চাও
নির্মল নীল আকাশ দেখো ।।
কখনো যদি আমায় বুঝতে চাও
পাখির কলতান শুনিও
পাখির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ডেকো
অন্তরে অন্তর জুড়ে থেকো ।।
মৌসুমি সেন ।।
২৮/০৩/২০০৫
চলার পথে দাঁড়িয়ে থেকো
তোমার চলার মাঝে আছে
আমার জীবনের ঠিকানা
সৃতির ডায়রি খুলে দেখো ।।
কখনো যদি আমায় জানতে চাও
সবুজ মাঠকে দেখো
কখনো যদি আমায় দেখতে চাও
নির্মল নীল আকাশ দেখো ।।
কখনো যদি আমায় বুঝতে চাও
পাখির কলতান শুনিও
পাখির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ডেকো
অন্তরে অন্তর জুড়ে থেকো ।।
মৌসুমি সেন ।।
২৮/০৩/২০০৫
No comments:
Post a Comment