Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২৫)

যায়না দেয়া কিছুতেই
সৃতির সাগর পাড়ি
বারে বারে আসে ফিরে
ছায়া যেন তার ই ।।

মেঘের চাদর বুকে ভাসে
শ্রাবণ ঝরায় আখি
মাতাল হাওয়া মনের জানালায়
উড়ায় ব্যথার শাকি
দুচোখের পা্তা ভিজে ভিজে
হয়ে ওঠে ভারী ।।

অতীত হোকনা সে যেমনি
দুঃখের কিম্বা সুখের
সৃত হয়ে ই মনের দরজায়
পাজর ভাঙ্গে বুকের
দুঃখ গুলো হয়না তো ভাগ
কষ্ট তার বাহারি ।।

              মৌসুমি সেন ।।
                ২৮/০৬/২০১০





 

No comments:

Post a Comment