Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২৩)

এই পৃথিবীর সব সীমানায়
ঐ আকাশের তারায় তারায়
আমি খুঁজেছি তোমায়
কোথায় লুকালে তুমি
বলো কোন সীমানায় ।।

শত ডাকার পরেও আমি
পাইনা তোমার সারা
তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত
এই চোখের তারা
এই চোখের তারা শুধু আজ
শ্রাবণ অশ্রু ঝরায় ।।

কোন অভিমানে গিয়েছো দূরে
জাওনি তুমি তা বলে
তোমায় খুঁজে খুঁজে মন
ভরে ওঠে ব্যথার জলে
এ ব্যথার শেষ আর হবেনা
তুমি হীন সব অন্তরায় ।।

        মৌসুমি সেন ।।
          ১১/০৬/২০১০

1 comment:

  1. তুমি অতীতের স্মৃতি
    তুমি অতীতের স্মৃতি
    গতকালে, শৈশবের দুষ্ট হাসির প্রিতি;
    চরে কুড়ানো হাসের ডিম, গন্ধ মাখা সরিষা
    ফুলের মৌ মৌ ঘ্রাণ- বাবুই পাখির নীড়;
    হারানো দিনে ভুলে যাওয়া কোন কালো রাত,
    পাট ক্ষেতের ঘোমটা মাথায় বালিকা বধূর হাসি;
    বালিকা মেয়ের এলোমেলো খোলা খোলা চুল
    নগ্ন পায়ে শিশিরের ভেজা ঘাস ফুল।
    মধ্য রাতে তীব্র হাওয়া
    কালের কন্ঠে তুফান বাড়ি যাওয়া
    চলোমান ঝর্ণা নদী ধারাপাত
    দুই ধারে পাখির চর;
    সাদাসিদা মন কঁদে যুবতীর জন্য মন।
    গন্ধ ভরা রোদেলা আকাশ বাতাসের শীতলতা;
    অকর্ষিত উপত্যকায় জলের আওয়াজ,
    ঝর্ণা ধারা ক্ষধার্ত নদীর তীব্রতা;
    হরিণী চোখ মায়ারী মুখ সবুজ শরম।
    নুয়ে থাকা ধান ক্ষেত নতজানু যাওয়া নারী;
    ঘার্মাক্ত যুবতী ভেজা ব্লাউজ,
    ঘুমন্ত যুবতীর বুকে হাত রাখা;
    পাড়া গাঁয়ের বেয়ারিশ তীব্র আওয়াজ,
    শ্যামলা বর্ণের শরীর ময়লা কাপড়;
    শক্ত বিছানা নরম বালিশ,
    পেট ভরে খাওয়ার স্বপ্ন দেখা-চিন্তা ছাড়া
    শক্তি ফুরানো ঘুম তারপর শ্বাশান বাড়ি।

    ReplyDelete